জুলাই গণ-অভ্যুত্থান

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংসকে ‘অসহযোগিতা’ ইস্যুতে যা বললেন সাদিক কায়েম

সাদিক কায়েম
সাদিক কায়েম  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম দাবি করেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।  

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগ ও তার পোষা বাহিনীর বর্বর গণহত্যা এখন কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আধুনিক বিশ্বের ইতিহাসে একটি কালো অধ্যায়।

তিনি জাতিসংঘের মানবাধিকার সংস্থা ওএইচসিএইচআর-এর প্রকাশিত এক তদন্ত রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, এটি অত্যন্ত প্রশংসনীয় একটি প্রতিবেদন। ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার দলিল বিশ্ব দরবারে উন্মোচিত হয়েছে। 

সাদিক কায়েম আরও দাবি করেন, রিপোর্ট তৈরির শুরু থেকেই যুক্ত থাকার সুযোগ হয়েছিল আমার। অভিজ্ঞতার আলোকে বলতে পারি, এই গণ-অভ্যুত্থান কত বিস্তৃত ছিল, কত মানুষের শাহাদাত ও আত্মত্যাগের বিনিময়ে এই প্রতিবেদন তৈরি হয়েছে, তা উপলব্ধির সুযোগ হয়েছে।

তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনের প্রতিটি কাজ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষ যথাসম্ভব সহযোগিতা করেছে।  

তিনি রাজনৈতিক স্বার্থে তথ্য বিকৃত না করে সবাইকে ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে সরব হওয়ার আহ্বান করেন।


সর্বশেষ সংবাদ