ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

আব্দুল্ল্যাহ আল মামুন মণ্ডল
আব্দুল্ল্যাহ আল মামুন মণ্ডল  © সৌজন্যেপ্রাপ্ত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যার পর তার লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টায় ধাপেরহাটে এই হত্যার পর সন্ধ্যার ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বন্দরের জামদানি সড়ক মোড়ে অবরোধ করা হয় বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার।

নিহত আব্দুল্ল্যাহ আল মামুন মণ্ডল (৩০) ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে ও ইউনিয়নে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও মামুন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের নেট ফাস্ট বোলার ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্যাহ আল-মামুন মণ্ডলকে ওই এলাকায় দেখা যায়। এর পরপরই একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে এবং কুপিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে মামুনের মরদেহ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে অবরোধ করে অবস্থান নেয় এলাকাবাসী। নিহতের বাবা আব্দুল মান্নান মণ্ডল বলেন, গত কয়েক বছর থেকে মামুন রাজনীতিতে সক্রিয় ছিল না। দীর্ঘদিন থেকে মামুন ক্রিকেট খেলা নিয়েই ব্যস্ত ছিল। বুধবারই মামুন সিলেট থেকে বাড়ি ফিরেছিল।

অবিলম্বে ছেলে হত্যার বিচারের দাবিও জানান এই বাবা।

সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ করা হচ্ছে। এছাড়া পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


সর্বশেষ সংবাদ