ঘোষণাপত্রে কী থাকবে, নির্ধারণে সভা বৃহস্পতিবার

উপদেষ্টা মাহফুজ আলম
উপদেষ্টা মাহফুজ আলম  © ফাইল ফটো

উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী বৃহস্পতিবার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের তারিখ ও কী থাকবে জানানো হবে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, বিএনপি জামায়াত ও অন্যান্য সব অভ্যুত্থানের শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত। কিন্ত ঘোষণাপত্রে কী থাকবে, তা নিয়ে একমত হওয়া যায়নি। তিনি জানান, এ বিষয়ে আগামী বৃহস্পতিবার সব রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে সরকারের সংলাপ হবে। সেখানে নিশ্চয় একমত হওয়া যাবে।

মাহফুজ আলম বলেন, ২০১৮ সালের নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে এবং প্রতারিত হয়েছে। জাতীয় পার্টির ভূমিকা সম্পর্কে আমরা সবাই স্পষ্ট। ইতিমধ্যে আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ডাকা হয়নি। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা বা পরামর্শ করা যৌক্তিক মনে করছি না। প্রয়োজনও মনে করছি না।

তিনি আরও বলেন, বামদলগুলোর মধ্য অনেক সংগঠন রয়েছে। যে সংগঠনগুলো গণঅভ্যুত্থানে সহযোগিতা করেছে এবং অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে। যারা আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি তাদের সঙ্গে কথা হবে। সবাইকে ডেকে নিয়ে কথা বলা সম্ভব না। আমরা চাইবো যেন সবারই রিপ্রেজেন্ট যেন থাকে।


সর্বশেষ সংবাদ