বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা কমিটি গঠন
- বাগেরহাট জেলা প্রতিনিধি
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:০৮ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:১৬ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২১ নম্বর জেলা কমিটি হিসেবে বাগেরহাট জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। এই আহ্বায়ক কমিটি ১৭৬ সদস্যবিশিষ্ট। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটির বিজ্ঞপ্তিতে হাসনাত আবদুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে।
বাগেরহাট জেলায় আগামী ছয় মাসের জন্য এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ঘোষিত এই কমিটির আহ্বায়ক বাগেরহাট আইন কলেজের শিক্ষার্থী এস এম সাদ্দাম, সদস্যসচিব বাগেরহাট আইন কলেজের শিক্ষার্থী আজরুবা আরাবি নওরিন। কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের শিক্ষার্থী আব্দুলাহ আল রুম্মান এবং মুখপাত্র করা হয়েছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সায়মন জিওন। এ ছাড়া কমিটিতে ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক, ২৯ জনকে যুগ্ম সদস্যসচিব, ২৯ জনকে সংগঠক, সহকারী মুখপাত্র ৫ জন ও ৮৫ জনকে সদস্য করা হয়েছে।
আরও পড়ুন: চাকরি ফেরত চেয়ে প্রধান উপদেষ্টাকে দুদকের সেই শরীফের চিঠি
এর আগে গত ২২ অক্টোবর রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করার কথা জানায়। কমিটিতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্যসচিব, আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়।
শিগগিরই আহ্বায়ক কমিটি বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে উল্লেখ করে সেই সংবাদ সম্মেলনে সমন্বয়কেরা বলেছিলেন, ভুয়া সমন্বয়ক পরিচয়ে কেউ যাতে অপকর্ম করতে না পারেন, সেই চিন্তা থেকে তাঁরা সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করতে চান। সেই লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি কাজ করবে।