বিসিএসের গেজেট থেকে বাদ যাওয়া ১৬৮ ক্যাডারকে পুনর্বিবেচনার দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ০৩:৫২ PM
৪৩তম বিসিএসের গেজেট হতে বিভিন্ন ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে ১৬৮ জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাদ পড়াদের পুনর্বিবেচনা করার দাবি জানিয়ে গণতান্ত্রিক ছাত্রজোট।
বুধবার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, সম্প্রতি ৪৩ তম বিসিএসের গেজেটে প্রকাশিত প্রার্থীদের নামের তালিকা হতে যে ১৬৮ জনকে বাদ দেওয়া হলো, তার সুনির্দিষ্ট কারণ দেশের জনগণ জানতে চায়। আমরা একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে বলতে চাই, এ ধরনের সিদ্ধান্ত কোনও ব্যক্তির ধর্মীয় পরিচয়, রাজনৈতিক বিদ্বেষ বা অন্য কোনও বৈষম্যমূলক অগণতান্ত্রিক সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া না হয়।
‘আমরা চাই, একজনের প্রকৃত যোগ্যতাকে যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা না হয় এবং কারও ওপর যেন অবিচার না হয়। জুলাই গণঅভ্যুত্থান যেকোনও প্রকার বৈষম্য এবং অন্যায়ের পরিপন্থী, তা যেন আমরা ভুলে না যাই।’
এসময় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।