প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা শুরু

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মঞ্চে ছাত্রদলের নেতারা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মঞ্চে ছাত্রদলের নেতারা  © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুরু হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) বেলা দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এ আলোচনা সভা শুরু হয়। 

এরপর সব শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে জাতীয় পতাকা ও সংগঠনটির পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিনটি উপলক্ষে কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। পরে দলটির পক্ষ থেকে শোক প্রস্তাব পাঠ ও সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করবেন রাকিবুল ইসলাম রাকিব, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া আলোচনা সভায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ও ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন: সাধারণ শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে প্রস্তুত ছাত্রদল

এর আগে বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তার রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। এরপর দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি পালন করে সংগঠনটি।


সর্বশেষ সংবাদ