তেজগাঁও কলেজ ছাত্রদলের কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে ব্যানার টাঙালো পদবঞ্চিতরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ PM
তেজগাঁও কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যানা টাঙিয়েছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন তারা।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কলেজ ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেন তেজগাঁও কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। পরবর্তীতে ক্যাম্পাসে ব্যানার টাঙানো হয়।
পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, অছাত্র, অনিয়মিত ও ছাত্রলীগের কর্মী নিয়ে তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি করা হয়েছে। এটি একটি পকেট কমিটি হয়েছে। এখানে অনেক ছাত্রলীগের লোকজন রয়েছে। আমরা এ কমিটিকে প্রত্যাখান করছি। নতুন করে কমিটি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
এ সময় সদ্য সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেশকাত বলেন, এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হলো, আমরা এই কমিটির কার্যক্রম পরিচালনা করতে দেবো না। আমরা কেন্দ্রীয় নেতাদের এই বার্তা দিতে চাই আপনারা যে কমিটি দিয়েছেন তা সাধারণ শিক্ষার্থীরা মানবে না।