কবি নজরুল কলেজে ছাত্রদলে পদবঞ্চিতদের আবারও বিক্ষোভ ও অগ্নি সংযোগ

কলেজের সামনে অগ্নিসংযোগ
কলেজের সামনে অগ্নিসংযোগ  © টিডিসি ছবি

রাজধানীর কবি নজরুল কলেজে ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে পদ না পাওয়ায় দ্বিতীয় বারের মত বিক্ষোভ ও অগ্নি সংযোগ করলো পদবঞ্চিতরা।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল থেকে কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে দ্বিতীয় বারের মতো ক্যাম্পাসের সামনে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছে আহ্বায়ক কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীরা। 

বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের ছবি পুড়ানো সহ কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটির ফাহিম এবং সদস্য সচিব নাজমুল হাসান এর ছবি পুড়ানো হয়। এতে লক্ষ্মীবাজার এলাকায় জনসাধারণ এবং কলেজ ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকলেও তারা কমিটিতে স্থান পাননি। অভিযোগ উঠেছে, সদ্য গঠিত কমিটিতে অনভিজ্ঞ ও অপরিচিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তাদের দাবি, কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে এই কমিটি পুনর্গঠন করতে হবে। ত্যাগী ও একাধিকবার কারাবরণ ও হামলার শিকার হওয়া ব্যক্তিদের বাদ দিয়ে জুনিয়র দের নিয়ে আহ্বায়ক কমিটি করা হয়েছে। আমরা এ কমিটিকে প্রত্যাখান করছি।

পদবঞ্চিত নেতাকর্মীদের এই বিক্ষোভ নেতিবাচক প্রভাব ফেলেছে ক্যাম্পাস এলাকায়। এছাড়াও কবি নজরুল  কলেজের একমাত্র ছাত্রাবাস, শহীদ শামসুল আলম হলের সাধারণ শিক্ষার্থীদের মাঝেও এর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

উল্লেখ্য, সোমবার (২৩ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইরফান আহমেদ ফাহিমকে আহ্বায়ক এবং নাজমুল হাসানকে সদস্য সচিব করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ২৬ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence