যে কারণে বঙ্গবভনে যাচ্ছেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ PM
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম নিরব এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানান।
ইব্রাহিম নীরব বলেন, ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। তার হাতেও আমার ভাইদের তাজা রক্ত লেগে আছে। তার দাওয়াতে বঙ্গভবনে যাওয়ার প্রশ্নই আসে না। বিজয় দিবসে চুপ্পুর দাওয়াত প্রত্যাখ্যান করলাম।
প্রতিবছর বিজয় দিবসে গণমান্যরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন। এবারের অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় র্যালি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এই র্যালি শুরু হয়। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে আবার শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালিতে ১৯৪৭, ’৭১ ও ২০২৪-এর সকল শহিদ, নেতৃত্ব ও চেতনাকে স্মরণ করা হয়েছে। র্যালির প্রথম সারিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আন্দোলনে আহতরা অবস্থান করছেন এবং দ্বিতীয় সারিতে আবুল কাশেম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ ১৯৪৭ ও ’৭১-এর নেতৃত্বকে স্মরণ করে তাদের ছবি হাতে নিয়ে অবস্থান করে ছাত্র-জনতা।