ছাত্রলীগের ৪০০ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা হবে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছেন, ছাত্রলীগের ৪০০ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা হবে। 

রোববার (২০ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মাহিন সরকার স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আসসালামু আলাইকুম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সোমবার (২১ অক্টোবর) গত ১৫ জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত প্রায় ৪০০ সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে মামলা হবে।

আরও বলা হয়, মামলা নিয়ে বিকেল ৫টায় শাহবাগ থানা গেটে প্রেস ব্রিফিং হবে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা দুই হাজারের বেশি। আর আহত মানুষের সংখ্যা ৪০ থেকে ৫০ হাজার।

আজ রবিবার পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিগত সরকারকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, একটা দেশের সরকার যদি মনে করে সে জনগণের সরকার, তাহলে শুধু ক্ষমতা ধরে রাখার জন্য তারা জনগণের ওপর এটা করতে পারে না। জনগণের চেয়ে বা দেশের চেয়ে তাদের কাছে ক্ষমতাটা ছিল অনেক বড়। সেই জায়গায় চব্বিশের অভ্যুত্থান হয়েছে।


সর্বশেষ সংবাদ