ঘেরাও করতে রাজু ভাস্কর্য থেকে হাইকোর্ট অভিমুখে শিক্ষার্থীরা

ঘেরাও করতে রাজু ভাস্কর্য থেকে হাইকোর্ট অভিমুখে শিক্ষার্থীরা
ঘেরাও করতে রাজু ভাস্কর্য থেকে হাইকোর্ট অভিমুখে শিক্ষার্থীরা

আওয়ামীপন্থী বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের উদ্দেশ্যে রাজু ভাস্কর্যে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নিয়েছেন। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সেখান থেকে হাইকোর্ট অভিমুখে রওয়ান হয়।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান এবং ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় গতকাল আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা।

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভের পর গতকাল মঙ্গলবার রাতেই হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।


সর্বশেষ সংবাদ