আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে সরকারের দীর্ঘসূত্রিতা কেন, জানতে চান সারজিস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৩:১৩ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ০৩:১৩ PM
ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা ও আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের দীর্ঘসূত্রিতা রয়েছে বলে মনে করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এতো দীর্ঘসূত্রিতা কেনো?
আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন।