এইচএসসি বাতিলের সিদ্ধান্ত সঠিক মনে হচ্ছে না: শিবিরের সেক্রেটারি জেনারেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৭:৪৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৪, ০৭:৪৯ PM
সরকারের এইচএসসির বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত সঠিক মনে করছেন না বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। বুধবার (২১ আগস্ট) নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যমে এ মন্তব্য প্রকাশ করেন।
পোস্টে তিনি লিখেন, ‘এইচএসসি ও আলীম পরীক্ষা বাতিল করাটা প্রাজ্ঞ সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না। এটা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদসহ আরও কিছু স্টেইকহোল্ডারদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারলে ভালো হতো। সম্প্রতি লক্ষণীয় একটি বিষয়, কথায় কথায় একটা ‘দাবি গ্রুপ’ তৈরি হয়ে যাচ্ছে। সকল দাবির প্রতি সম্মান রেখেই বলছি, যেকোনো কমিউনিটিতে মেজোরিটি কী ভাবছে, তা চিন্তা না করে ‘দাবি গ্রুপের’ সব কথা আমলে নেওয়াটা যৌক্তিক মনে করি না’।
তিনি আরও বলেন, ‘সব কিছুতেই তাড়াহুড়া ও অস্থিরতা বাদ দিতে হবে। জাতীয় ইস্যুতে অধিকাংশের মতামত, চিন্তাশীলতা ও বাস্তবতার আলোকেই সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাই’।