সংসদ ভবন থেকে লুট করা ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীকে দিলেন শিক্ষার্থীরা

  © সংগৃহীত

সংসদ ভবন থেকে লুট করা ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  সোমবার (৫ আগষ্ট) বিকেলে এ টাকা উদ্ধার করে শিক্ষার্থীরা। 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থে্কে পালিয়ে গেলে সংসদ ভবন, প্রধানমন্ত্রী কাযালয় এবং গণভবনের ভেতরে উল্লাস করে ছাত্র জনতা। জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রী কাযালয় থেকে বিভিন্ন ব্যক্তি যেসব সরঞ্জাম নিয়ে যেতে চাইছিলেন, তাঁদের অনেকের কাছ থেকে সেসব সরঞ্জাম উদ্ধার করেন ছাত্ররা। তাঁরা সেগুলো এক জায়গায় জড়ো করেছিলেন। সেগুলোর মধ্যে বিভিন্ন আসবাব ছাড়াও বৈদ্যুতিক সরঞ্জামাদি ও বইপত্রসহ নানা জিনিস ছিল। 

নোমান আব্দুল্লাহ নামে একজন ফেসবুক ব্যাবহারকারী ভিডিও শেয়ার করে বলেন, ‘লুট করে নিয়ে যাওয়ার সময় প্রায় ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় শিক্ষার্থীরা। চলুন, এদের নিয়ে স্বপ্ন দেখি’ 

 ভিডিও তে দেখা যায়, শিক্ষার্থীরা ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীকে গুণে দিচ্ছেন। 


সর্বশেষ সংবাদ