চট্টগ্রাম সরকারি কলেজ ও মহসিন কলেজ শিবিরের নিয়ন্ত্রণে

  © সংগৃহীত

চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ নিয়ন্ত্রণে নিয়েছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় কলেজ দুটি নিয়ন্ত্রণে নিয়ে মিছিল করে দলটির নেতাকর্মীরা। সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা দেশ ছাড়ার খবর পাওয়া মাত্র কলেজ দুটিতে নেতাকর্মী নিয়ে প্রবেশ করে শিবির। 

জানা যায়, দীর্ঘদিন কলেজ দুটি ছাত্রশিবিরের ঘাঁটি ছিল। তিন দশক নিয়ন্ত্রণে রাখার পর ২০১৫ সালের ১৬ ডিসেম্বর ছাত্রলীগ কলেজ দুটি দখলে নেয় ছাত্রলীগ। 

মহসিন কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আনোয়ার বলেন, ছাত্রলীগ অবৈধভাবে কলেজটি দখল করে রেখেছিল। আজকে ছাত্রসমাজকে নিয়ে আমরা কলেজে প্রবেশ করেছি। এখন কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র শিবির কাজ করে যাবে।


সর্বশেষ সংবাদ