একাই পুলিশের প্রিজনভ্যান আটকে দিলেন আন্দোলনরত ছাত্রী!

আন্দোলনরত ছাত্রী
আন্দোলনরত ছাত্রী  © ফেসবুক থেকে সংগৃহীত

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে শিক্ষার্থীরা মাজার গেট দিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশের চেষ্টা করেন। তাতে বাধা দেয় পুলিশ ও বিজিবি। সেই ব্যারিকেড পেরিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে মিছিল করেছেন শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় পুলিশ। বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশের প্রিজনভ্যানে তোলা হয়। এ সময় আটককৃতদের মুক্ত করতে একাই প্রিজনভ্যানের সামনে দাঁড়ান আন্দোলনরত এক ছাত্রী। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ঘারে ব্যাগ ঝোলানো ও চশমা পরিহিত এক ছাত্রী দুই হাত দিয়ে পুলিশের প্রিজনভ্যান থামিয়ে রেখেছেন। তবে ওই ছাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। 

এসময় আইনজীবী ও শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। সেখানে বসে ‘তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে’, ‘ছাত্রদের ওপর গুলি কেন, প্রশাসন জবাব দে’, শিরোনামে স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে পুলিশ চার জনকে ধরে নিয়ে যায়। এসময় তাদের সতীর্থ এক নারী শিক্ষার্থী পুলিশের গাড়ির সামনে ঢাল হয়ে দাঁড়ান। পুলিশ ওই নারী শিক্ষার্থীকে সরিয়ে দিয়ে চার ছাত্রকে ধরে নিয়ে যায়। এদের মধ্যে একজন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আরেকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!