কোটা আন্দোলনের নেত্রী লুমা মুক্ত, ফুল দিয়ে বরণ

লুৎফুন্নাহার লুমাকে (নীলা) ফুল দিয়ে বরণ করে নেয় কেন্দ্রীয় কমিটি
লুৎফুন্নাহার লুমাকে (নীলা) ফুল দিয়ে বরণ করে নেয় কেন্দ্রীয় কমিটি  © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুতফুন্নাহার লুমাকে (নীলা) ফুল দিয়ে বরণ করে নিয়েছে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় নেতারা।

বুধবার দুপুরে কারাগার থেকে লুমাকে মুক্তি দেয়া হয়। এসময় যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, রাশেদসহ কেন্দ্রীয় নেতারা সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

গত ১৫ আগস্ট ভোররাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খিদ্রছাপড়ি এলাকায় দাদার বাড়ি থেকে গ্রেফতার হন লুমা। তিনি রাজধানীর ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

লুমার বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ জুলাই ঢাকার এয়ারপোর্ট রোডে দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় স্কুল-কলেজের কোমলমতি ছেলেমেয়েরা নিরাপদ সড়ক চাই আন্দোলন করে। ওই আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটানোর জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক লেখা/পোস্ট/ফটো/ভিডিওর মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা চালায় লুমা সরকার।

উল্লেখ্য, গত সোমবার লুনার জামিন আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর আদালত।


সর্বশেষ সংবাদ