ছাত্রলীগের ছাত্রসমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১১ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১১ PM

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ছাত্রসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ছাত্রলীগের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
এর আগে দুপুর থেকেই সমাবেশে যোগ দিতে দলে দলে ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে হাজির হন। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, এই সমাবেশের মধ্য দিয়ে ছাত্রসমাজ উচ্চারণ করবে, ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা।’
সমাবেশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্ক অবস্থায় রয়েছেন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।