ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বগুড়ার ৬ মুখ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থানপ্রাপ্ত বগুড়ার ৬ জন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থানপ্রাপ্ত বগুড়ার ৬ জন  © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে স্থান পেয়েছেন বগুড়ার ৬ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩০১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

৩০১ সদস্যের কমিটিতে স্থানপ্রাপ্ত বগুড়ার ৬ জন হলেন- মো. রাকিবুল হাসান রাকিব, আতিকা বিনতে হোসাইন, সালাহ উদ্দিন আহমেদ সাজু, আহসান হাবিব সজীব, আহসান হাবীব বাধন এবং আমির হামজা।

পূর্ণাঙ্গ কমিটিতে স্থানপ্রাপ্তদের মধ্যে রাকিব ১ নম্বর সহ-সভাপতি, আতিকা ১  নম্বর সাংগঠনিক সম্পাদক, সাজু সাংগঠনিক সম্পাদক, বাধন উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, সজীব উপ-আইন বিষয়ক সম্পাদক এবং আমির হামজা উপ ধর্ম বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন। 

কমিটি পদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আতিকা বিনতে হোসাইন বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে এত গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় প্রথমেই দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ভাই এবং সাধারণ সম্পাদক ইনান ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করে যেতে চাই।

সজীব আহসান বলেন, আমাকে বাংলদেশ ছাত্রলীগের উপ আইন সম্পাদক মনোনীত করায় সবার প্রথম ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেই সাথে ধন্যবাদ জানাই সভাপতি সাধারণ সম্পাদককে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করব ও ভীষণ ২০৪১ বাস্তবায়নে ভূমিকা পালন করব। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে সর্বোপরি রাজপথে কাজ করব।

আমির হামজা বলেন, আমাকে কমিটিতে স্থান দেওয়ায় ছাত্রলীগের অভিভাবক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ নির্মাণের সৈনিক হয়ে কাজ করতে চাই। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে জীবন বিসর্জন দিতেও প্রস্তুত রয়েছি।


সর্বশেষ সংবাদ