শিকল পরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি ছাত্র ইউনিয়নের

শিকল পরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি ছাত্র ইউনিয়নের
শিকল পরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি ছাত্র ইউনিয়নের  © সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে কুড়িগ্রামে শিকল পরে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদ। শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের কলেজ মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, আমরা যারা ছাত্র ইউনিয়ন করি, তারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতে শিখিনি। যে ডিজিটাল নিরাপত্তা আইন আমাদের বাক-স্বাধীনতার চর্চাকে রুদ্ধ করেছে সেই আইন অবিলম্বে বাতিল করতে হবে।

তিনি আরও বলেন, অন্যদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদের উৎখাত করতে হবে। নয়তো ছাত্র ইউনিয়ন সাধারণ ছাত্রদের নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সন্ত্রাসীদের ক্যাম্পাস থেকে উৎখাত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

আরও পড়ুন: 'ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের জন্য হুমকি'

ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাধারণ সম্পাদক রিদওয়ানের সঞ্চালনায় এ কর্মসূচিতে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন, কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম রাজু, রাজারহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন চন্দ্র অধিকারীসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!