বিএম কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মহিউদ্দিন, সম্পাদক নোমান

ইসলামী ছাত্র আন্দোলনের বি এম কলেজ শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মহিউদ্দিন এবং সাধারণ  সম্পাদক নির্বাচিত হয়েছেন এম.নোমান আহমেদ নাঈম। সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ২ টায় বি এম কলেজের কবি জীবনানন্দ দাশ চত্বর ( মুক্তমঞ্চ) এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।  

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক লোকমান হাকিম। অনুষ্ঠানে প্রধান বক্তার আসন গ্রহণ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। এ ছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ছাত্রদের দিক নির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের রসায়ন বিভাগের ছাত্র মোহাম্মদ আব্দুর রহিম।

আরও পড়ুন: স্থায়ী ক্যাম্পাসে যেতে সময় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

"ভারসাম্যপূর্ণ অর্থনীতি কল্যাণমুখী রাজনীতি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই " স্লোগান কে ধারণ করে কলেজ সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে বি এম কলেজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০২৩ সালের কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন, সহ-সভাপতি এস এম হাসান রাজু ও সাধারণ সম্পাদক এম.নোমান আহমেদ নাঈম দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেন। নতুন দায়িত্ব প্রাপ্তগণ আগামী এক সপ্তাহের মধ্যে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।


সর্বশেষ সংবাদ