জুতা হাতে কর্মীদের দিকে তেড়ে গেলেন ছাত্রলীগ নেতা

জুতা হাতে বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান
জুতা হাতে বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান  © সংগৃহীত

বরিশাল জেলা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে জুতা হাতে তেড়ে যাওয়া ও কর্মীদের পেটানোর অভিযোগ উঠেছে। উশৃঙ্খল কর্মীদের শাসন করার নামে এমন ঘটনা ঘটানোয় সমালোচনার সৃষ্টি হয়েছে। এক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে,  পার্বত্য শান্তি চুক্তির রজতজয়ন্তী উপলক্ষে বরিশালে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচি ছিল। সেখানে নিজের অনুসারীদের নিয়ে খণ্ড র‌্যালি সহকারে অংশ নেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান। র‌্যালিটি ফজলুল হক অ্যাভিনিউতে পৌঁছালে অপ্রীতিক এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, ফজলুল হক এভিনিউ অতিক্রম করার সময় র‌্যালিটির দ্বিতীয় সারিতে থাকা কর্মীদের দিকে জুতা হাতে নিয়ে তেড়ে যান রাজীব। এরপর কর্মীদের মারধর করতে থাকেন। পরে আবার র‌্যালিটি নিয়ে নগর ভবনের দিকে চলে যান।

আরো পড়ুন: নির্দিষ্ট ফরম্যাটের চিঠিতে দু-তিনদিনের ছাত্রলীগ নেতা তারা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, র‌্যালিতে কিছু লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। এতে রাজীব ক্ষিপ্ত হয়ে জুতা নিয়ে কর্মীদের দিকে দৌড়ে তেড়ে যান। জুতা হাতে রেখেই কর্মীদের পেটাতে থাকেন তিনি।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান জানান, কর্মীদের শাসন করতেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাটি যেভাবে বলা হচ্ছে,সেরকম নয়। সিনিয়র নেতারা তাদেরও শাসন করেন।


সর্বশেষ সংবাদ