ঢাবিতে ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের দুই নেতার অবস্থা আশঙ্কাজনক

ছাত্রদলের আহত নেতাদের দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছাত্রদলের আহত নেতাদের দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত হওয়ায় ছাত্রদলের নেতাদের দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৮ সেপ্টেম্বর) তিনি কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে তাদের দেখতে যান। এ সময় চিকিৎসকদের কাছে তাদের খোঁজ-খবর নেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১৫ জন নেতা গুরুতর জখম হয়েছেন। এ হাসপাতালে ভর্তি আছে সাতজন। তাদের সবার অবস্থা গুরুতর। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বর্বরোচিত ও মধ্যযুগীয় কায়দায় হামলার মধ্য দিয়ে প্রমাণিত হলো আওয়ামী লীগ সন্ত্রাসী দল। তাদের পেটুয়া বাহিনী ছাত্রলীগ। সন্ত্রাসের মধ্য দিয়ে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তারা।’

আরো পড়ুন: ঢাবিতে ছাত্রদলের ওপর হামলাকারী সবাই ছাত্রলীগের

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ বিএনপি ও ছাত্রদেলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে মুন্সিগঞ্জে পুলিশি হামলায় আহত জাহাঙ্গীরকে দেখতে যান বিএনপি মহাসচিব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence