ভারতীয় গণমাধ্যমের দাবি

আইপিএলে ৩ ফ্র্যাঞ্চাইজির জন্য অপেক্ষায় সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © সংগৃহীত

হঠাৎ করেই যেন সবকিছু এলোমেলো সাকিব আল হাসানের। রাজনৈতিক পটপরিবর্তনে হয়েছেন দেশ ছাড়া, হত্যা মামলার খড়গ-ও মাথায় ঝুলছে। জাতীয় দলে জায়গাটাও এখন অতীত। নানান বিতর্কে চ্যাম্পিয়নস ট্রফিও মাতানো হয়নি, যে আসর খেলেই আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ের ইতি টানতে চেয়েছিলেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তবে গত ২০ মার্চ ইংল্যান্ডের বার্মিংহ্যাম থেকে সাকিবের জন্য সুখবর ভেসে এসেছে। গ্যারেথ ব্যাটির অধীনে অনুশীলনের পর বোলিং অ্যাকশনে ছাড়পত্র পেয়েছেন সাবেক এই টাইগার দলপতি। তৃতীয় মেয়াদে বোলিং পরীক্ষায় পাশ করার পর আন্তর্জাতিক ও ঘরোয়া স্বীকৃত সব ধরনের ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি। তবে দেশের জার্সিতে তাকে আর দেখা যাবে কিনা, তা নিয়ে শঙ্কা আছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি একেবারেই সাকিব আল হাসানের পক্ষে নেই। 

তবে ২২ গজ থেকে সাকিবকে দূরে রাখার সাধ্য কার! বোলিং ছাড়পত্র পাওয়ার পরই আইপিএলের তিন দলের সঙ্গে নাকি যোগাযোগ-ও করে ফেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। অন্তত সেই দাবিই করেছে ভারতের গণমাধ্যম-সংবাদ প্রতিদিন। তারা জানিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে সাকিব আলোচনা করেছেন।

এ প্রসঙ্গে গণমাধ্যমটি জানিয়েছে, এই দলগুলোর স্পিন বিভাগ তুলনামূলক দুর্বল। তাই সাকিব নিজ থেকেই তাদের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন।

আজ (২২ মার্চ) থেকে আইপিএল শুরু হয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

তবে এখনই সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা নেই। টুর্নামেন্ট চলাকালীন কোনো ক্রিকেটার ছিটকে গেলেই সুযোগ পেতে পারেন তিনি। যেকোনো দলের ১২টি ম্যাচ পর্যন্ত সাকিবের কাছে সেই সুযোগ থাকছে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাকিব জানিয়ে দিয়েছেন, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি। 

উল্লেখ্য, একসময় আইপিএলে নিয়মিত প্রতিনিধিত্ব করেছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে শিরোপা জিতেছিলেন। এর বাইরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এক আসর খেলেছেন।


সর্বশেষ সংবাদ