নতুন সাকিব আল হাসানের আবির্ভাব, কে এই ফুটবলার?

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন সাকিব আল হাসানের আবির্ভাব হয়েছে। ক্রিকেটে নয়, এই সাকিব আল হাসান ফুটবলের। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলকিপার সাকিব আল হাসান এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৩৮ জনের প্রাথমিক দলে ডাক পেয়েছেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বে প্রথম ম্যাচের ক্যাম্পের জন্য পাঁচজন গোলকিপারের একজন এই সাকিব আল হাসান।

২০ বছর বয়সী সাকিবের বাড়ি নওগাঁ। বিকেএসপির সাবেক ছাত্র সাকিব ঢাকায় দ্বিতীয় বিভাগ ফুটবলে খেলেছেন ২০১৯ সালে। ২০২০-২১ মৌসুমে তাকে দলে নিয়ে আসেন তখনকার মোহামেডানের কোচিং স্টাফরা। বিকেএসপিতে মোহামেডান-বিকেএসপি প্রীতি ম্যাচে বিকেএসপির পক্ষে খেলেন সাকিব।

সেই ম্যাচে তার খেলা পছন্দ হয়ে যায় টিম ম্যানেজমেন্টের। মোহামেডানে আসার পর এবারের মৌসুমেই মোটামুটি খেলার সুযোগ পাচ্ছেন সাকিব। এবার এ পর্যন্ত চারটি ম্যাচে একাদশে ছিলেন। বদলি হিসেবে খেলেছেন দুটি। যার একটি বসুন্ধরা কিংসের বিপক্ষে লিগের প্রথম পর্বে। ওই ম্যাচের ২০ মিনিটে গোলকিপার সুজন হোসেন চোট নিয়ে মাঠ ছাড়লে সাকিব মাঠে নামেন এবং পুরো ম্যাচে কিংসের সব আক্রমণ রুখে দিয়ে দলের ১-০ গোলের জয়ে রেখেছেন অবদান।

গত বছর ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগে ম্যাচেও মোহামেডান হারিয়ে দেয় কিংসকে। মোহামেডানের নিয়মিত গোলকিপার সুজন মাথায় আঘাত পেয়ে মাঠ থেকে উঠে যান। ৮৮ মিনিটে বদলি হিসেবে নামেন গোলকিপার সাকিব। মিনহাজুর রহমান রাকিবের গোলে মোহামেডান তখন ১-০ গোলে এগিয়ে। চাপের মধ্যেও তরুণ গোলকিপার সাকিব চারটি নিশ্চিত গোল ঠেকিয়ে মোহামেডানের জয়ে রাখেন দারুণ অবদান।

জানা গেছে, জন্মনিবন্ধনে তার নাম ছিল মোহাম্মদ সাকিব হোসেন। কিন্তু পঞ্চম শ্রেণিতে পিএসসি পরীক্ষার নিবন্ধনের সময় স্কুলের এক শিক্ষক নাম দেন সাকিব আল হাসান। এই নামেই ২০১৮ সালে অষ্টম শ্রেণিতে ভর্তি হন বিকেএসপিতে।

নাম নিয়ে এরই মধ্যে নানা অভিজ্ঞতা হয়েছে তরুণ গোলকিপারের, ‘সবাই জিজ্ঞেস করে কেন এই নাম আমার। ক্রিকেটের সাকিব আল হাসানের কথাও জিজ্ঞেস করে। সাকিব আল হাসান নামটা শুনলেই অন্য রকম লাগে। নামের কারণেই আসলে সাকিব ভাই-ই আমার প্রিয় ক্রিকেটার হয়ে গেছেন।’

জাতীয় দলের ক্যাম্পে এই প্রথম ডাক পেয়ে খুশি এমিলিয়ানো মার্তিনেজ–ভক্ত সাকিব। মোহামেডান স্পোর্টিং ক্লাবে বসেই কাল সন্ধ্যায় পেয়েছেন জাতীয় দলে ডাক পাওয়ার সুখবরটা। চান মূল দলেও থাকতে,  ‘ভীষণ ভালো লাগছে। আব্বু-আম্মু শুনে অনেক খুশি হয়েছেন। বলতে পারেন একটা স্বপ্ন পূরণের কাছাকাছি চলে এসেছি। ক্যাম্পে যখন ডাক পেয়েছি, মূল দলের থাকারও চেষ্টা করব।’

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence