বিসিবির বোর্ড সভা সোমবার, আলোচনায় থাকবে যেসব বিষয়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৬:০০ PM , আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৬:০০ PM

চলতি মার্চের শুরুতেই বোর্ড সভায় বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা। এবার চলতি মাসেই দ্বিতীয়বারের মতো বোর্ড সভা ডেকেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। আগামী সোমবার (২৪ মার্চ) মিরপুর শের-ই-বাংলায় বিসিবি ভবনে দুপুর ১২টায় শুরু হবে বোর্ড মিটিং।
বিসিবির বর্তমান কার্যনির্বাহী কমিটির ১৯তম বোর্ড সভা এটি। বেশ কয়েকটি বিষয় নিয়েই এদিন আলোচনায় বসবেন পরিচালকরা। যেখানে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর অনুমোদন নিয়ে আলোচনা ছাড়াও টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়েও আলোচনা হবে।
এ ছাড়া ক্রিকেটের আরো অন্য বিষয়বলি আলোচনায় থাকবে। বিশেষ করে পরবর্তী ঘরোয়া বা আন্তর্জাতিক টুর্নামেন্টের আলোচনা-ও এবারের বৈঠকে উঠে আসতে পারে।
এর আগের বোর্ড মিটিংয়ে খেলোয়াড়দের চুক্তিসহ, বিপিএলের মান ও ঘরোয়া ক্রিকেটকে এগিয়ে নিতে বেশ কয়েকটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিল ফারুক আহমেদের বোর্ড।