নাসিমের টানা দুই ছক্কায় ফাইনালে পাকিস্তান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪২ AM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪২ AM
ফাইনালে পৌঁছাতে শেষ ওভারে পাকিস্তানের ১১ রান দরকার ছিল, হাতে ১ উইকেট। বোলার ফজলহক ফারুকি, যিনি শুরুর ওভারে বাবর আজমকে ফিরিয়ে ছিলেন। এ অবস্থায় পরিষ্কার ফেভারিট আফগান দল। তবে পাকিস্তানই শেষ হাসিটা হাসল। এ হাসির নায়ক নাসিম শাহ!
শেষ ওভারে টানা দুই ছক্কাতে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ উইকেটের জয় পেল পাকিস্তান, নিশ্চিত করলো ফাইনাল। সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিদায়ঘণ্টাও।
বাবরদের লক্ষ্য ছিল ১৩০ রানের। যদিও শেষ ম্যাচে তারা ১৮১ রান তাড়া করে জিতেছে, সেই হিসেবে এ আর এমন কী লক্ষ্য ছিল!
আফগান অধিনায়ক মোহাম্মদ নবী তা ভিন্নখাতে নিয়েছেন। অনেকটা শুরু থেকেই। বাবর আজমকে শূন্য রানে ফেরান ফারুকি। এরপর দলীয় ১৮ রানে ফেরেন ফখর জামান। ফর্মে থাকা রিজওয়ান ফেরেন মাত্র ২০ রানে। পাকিস্তান তখনো জয় থেকে ৮৫ রান দূরে।
তবে ইফতিখার আহমেদ আর শাদাব খানের দারুণ নৈপুন্যে ভর করে লড়াইয়ে ফেরে পাক দল। তবে ৫ বল ব্যবধান দুজনে সাঁজ ঘরে ফেরেন। তার আগে করেন ৪২ রানের জুটি। এরপর আসিফ আলির ৮ বলে ১৬ এবং শেষ ওভারে নাসিমের টানা দুই ছক্কায় এক উইকেটে জয় পায় পাকিস্তান।
এর আগে, ব্যাট করতে নেমে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ আর হজরতউল্লাহ দুই ওভারে করেন ২০ রান। ২২ বলে রান দাঁড়ায় ৩৫। এরপরই হারিস রউফের বলে ফেরেন গুরবাজ। হাসনাইনের শিকার হয়ে জাজাইও ফিরলেন দলীয় ৪৩ রানে।
পাওয়ারপ্লের পর তাদের চেপে ধরেন পাক বোলাররা। ৯১ রানে ৫ উইকেট খুইয়ে আফগানরা পড়ে দারুণ বিপদেই। দলের সর্বোচ্চ রান-সংগ্রাহক ইব্রাহিম জাদরানও ফেরেন ৩৭ বলে ৩৫ রানে তাই কেবল ১২৯ রানের পুঁজিই এনে দিতে সক্ষম হয় আফগানিস্তানকে। এই পুঁজি নিয়ে পাকিস্তানকে চাপে রাখলে জয় মেলেনি। এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে চলে যায় পাকিস্তান।