সেরার মুকুট নিজের মাথায় নিলেন রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ান  © সংগৃহীত

মোহাম্মদ রিজওয়ানের এশিয়া কাপ স্বপ্নের মতো কাটছে। যার প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়েও।নিজ দলের অধিনায়ক বাবরকে সরিয়ে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছেন রিজওয়ান। সবশেষ আপডেট অনুযায়ী ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন এ ডানহাতি ওপেনার। এটিই তার ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং পয়েন্ট।

ভারতের কাছে হেরে যাত্রা শুরু করলেও হংকং ও ভারতকে (সুপার ফোরে) হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে পাকিস্তান। দলের জেতা দুই ম্যাচে ৭৮ ও ৭১ রানের ইনিংস খেলেছেন রিজওয়ান। সবমিলিয়ে তিন ম্যাচে ১৯২ রান করে তিনিই এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।

রিজওয়ান যতটা ভালো করেছেন, বাবর হতাশ করেছেন ততটাই। এশিয়া কাপ শুরুর আগে ৮১৮ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন বাবর। টানা তিন ম্যাচের ব্যর্থতায় ২৪ পয়েন্ট খুইয়ে ৭৯৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের অধিনায়ক।

আরও পড়ুন: ভারতের ভাগ্য ঝুলে গেল পাকিস্তানের হাতে

বাবর আজম ও মিসবাহ উল হকের পর তৃতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলেন রিজওয়ান। তিনি শীর্ষে ওঠার আগে ১১৫৫ দিন টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ের এক নম্বর স্থান দখলে রেখেছিলেন বাবর।

অন্যদিকে, ব্যাটিং র‍্যাংকিংয়ে অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কার নাম। শেষ তিন ম্যাচে ২০, ৩৫ ও ৫২ রান করে এক ধাপ এগিয়ে আট নম্বরে উঠেছেন এ ডানহাতি তরুণ ওপেনার। এছাড়া আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ১৫ নম্বরে।

বোলিংয়ে তিন ধাপ এগিয়ে আকিল হোসেনের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ স্থানে উঠেছেন মুজিব উর রহমান। শ্রীলঙ্কার অফস্পিনার মহেশ থিকশানা কিপটে বোলিংয়ে পাঁচ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন আট নম্বরে। পাকিস্তানের শাদাব খান এক ধাপ গিয়ে উঠেছেন ১৪ নম্বরে।


সর্বশেষ সংবাদ