ভারতের বিপক্ষে পাকিস্তানের রুদ্ধশ্বাস জয়

ভারত-পাকিস্তান
ভারত-পাকিস্তান   © সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে পাকিস্তান। জয় পেতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাবর আজমের দলকে। এক বল বাকি থাকতে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে দলতি। 

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। দুই ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল উড়ন্ত সূচনা এনে দেয় ভারতকে। তবে এই জুটিকে বেশিক্ষণ টিকতে দেয়নি হারিস রউফ। দলীয় ৫৪ রানে রোহিত শর্মাকে ফেরান তিনি। 

রোহিতের পর ২৮ রানে সাজঘরে ফেরেন রাহুলও। পরে বিরাট কোহলি এসে হাল ধরেন দলের। শেষ পর্যন্ত কোহলির ৬০ রানের ওপর ভর করে ১৮১ রানের লড়াকু পুজি পায় ভারত।

জবাব দিতে নেমে প্রথমেই বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। তবে রেজওয়ানের ব্যাটিংয়ে লড়াই করতে থাকে দলটি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭১ রান আসে রেজওয়ানের ব্যাট থেকে। শেষ দিকে মোহাম্মদ নাওয়াজের ২০ বলে ৪২ ও আসিফ আলির ৮ বলে ১৬ রানের ঝড়ো ইনিংসে রুদ্ধশ্বাস জয় পায় পাকিস্তান।


সর্বশেষ সংবাদ