করোনা নেগেটিভ সাকিব, খেলতে পারেন প্রথম টেস্ট

করোনা নেগেটিভ সাকিব
করোনা নেগেটিভ সাকিব  © সংগৃহীত

করোনা পজিটিভ হয়ে চট্টগ্রাম টেস্টের দল থেকে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান। তবে গতকাল পরীক্ষায় নেগেটিভ হয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে করোনা আক্রান্ত হন সাকিব। তিন দিনের মাথায় দ্বিতীয় টেস্টে করোনা নেগেটিভ এসেছে তাঁর। ফলে চট্টগ্রাম টেস্টের একাদশে সাকিবকে দেখা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজ আরেকবার করোনা পরীক্ষা করা হবে সাকিবের।

এ পরীক্ষায় নেগেটিভ আসলে বিসিবির মেডিকেল দলের নির্দেশনা মেনে সাকিবের প্রথম টেস্ট খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সুমন বলেন, সাকিবের গতকাল কোভিড টেস্ট হয়েছে। সেখানে নেগেটিভ এসেছে। এখন মেডিকেল প্রটোকল অনুযায়ী যদি সম্ভব হয়, তাহলে প্রথম টেস্টে খেলবে সে।

আওর পড়ুন: করোনায় আক্রান্ত সাকিব আল হাসান

দলীয় সূত্রে জানা গেছে, দলে যোগ দিতে আজ দুপুর ১২টায় চট্টগ্রামে রওনা দেবেন সাকিব। তারপর বিসিবির মেডিকেল দলের ছাড়পত্র মিললে খেলবেন প্রথম টেস্টে।


সর্বশেষ সংবাদ