ইএসপিএনের মতে এবারের বিশ্বকাপ জিতবে ব্রাজিল

২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়
২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়  © সংগৃহীত

বিশ্বকাপের এখনো সাত মাস বাকি। এ সময়ে কত খেলোয়াড়ের চোটে পড়ে বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে যাওয়ার করুণ গল্প হয়তো দেখা যাবে, কেউ হয়তো আড়াল থেকে হঠাৎ আলোয় এসে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার দারুণ গল্প লিখবেন। অনেক কোচের চাকরি চলে যেতে পারে। কত অজানা কিছুই তো ঘটতে পারে! অজানা কিছু কী, এখনো ৩২ দলের তিনটি চূড়ান্তই হয়নি, তার আগেই এ গ্র্যান্ড টুর্নামেন্ট নিয়ে বিশ্লেষণ করা শুরু করে দিয়েছে জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন।

ইএসপিএনের বিশ্লেষণে উঠে এসেছে - বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত ৬৪ ম্যাচে প্রতিটির ফল কী হতে পারে, নকআউট পর্বে কারা উঠবে। এসব শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপ কে ঘরে নিয়ে ফিরবে তাও জানিয়ে দিয়েছে ওয়েবসাইটটি।

নিজেকে ‘পাগল’ দাবি করে ইএসপিএনে বিশ্লেষণটি নিয়ে হাজির হয়েছেন বিশ্লেষক রায়ান ও’হ্যানলন।

আরও পড়ুন: রাবিতে আপত্তিকর অবস্থায় ৪ বহিরাগত আটক

খেলোয়াড়ের ব্যক্তিগত রেটিং আর দলের পারফরম্যান্স ও বিশ্বকাপে ইতিহাসে কোন দল গড়ে কেমন গোল খেয়েছে আর দিয়েছে, এসব বিচার করে ম্যাচের ফল নির্ধারণ করেছেন রায়ান ও’হ্যানলন।

সারসংক্ষেপে রায়ান ও’হ্যানলনের সেই বিশ্লেষণ তুলে ধরা হলো -

ইএসপিএনের বিশ্লেষণে গ্রুপ পর্ব থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে যারা দ্বিতীয় রাউন্ডে উঠবে —

গ্রুপ এ থেকে নেদারল্যান্ডস ও সেনেগাল, গ্রুপ বি থেকে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র, গ্রুপ সি থেকে আর্জেন্টিনা ও পোল্যান্ড. গ্রুপ ডি থেকে ডেনমার্ক ও ফ্রান্স, গ্রুপ ই থেকে স্পেন ও জার্মানি, গ্রুপ এফ থেকে মরক্কো ও কানাডা, গ্রুপ জি থেকে ব্রাজিল ও সুইজারল্যান্ড, গ্রুপ এইচ থেকে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া।

এবার দ্বিতীয় রাউন্ডে কারা উঠবে সেই বিশ্লেষণও করেছে ইএসপিএন -

নেদারল্যান্ডস ১: ২ যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ১: ২ ফ্রান্স (অতিরিক্ত সময়ের শেষে), ডেনমার্ক ১: ০ পোল্যান্ড, ইংল্যান্ড ২: ০ সেনেগাল, স্পেন ১: ০ কানাডা, ব্রাজিল ২: ০ দক্ষিণ কোরিয়া, মরক্কো ১: ৩ জার্মানি, পর্তুগাল ১: ১ সুইজারল্যান্ড (টাইব্রেকারে পর্তুগাল যাবে পরের রাউন্ডে)

কোয়ার্টার ফাইনাল

ইএসপিএনের বিশ্লেষণে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটিই হবে ‘ফাইনাল’। ম্যাচটি হবে ব্রাজিল বনাম স্পেনের মধ্যে। ইএসপিএনের মডেল জানাচ্ছে, অতিরিক্ত সময় শেষে ২-১ গোলে জিতবে ব্রাজিল।

তৃতীয় ম্যাচে রোনাল্ডোর পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি। হান্সি ফ্লিকের অধীনে আরও ক্ষুরধার জার্মানি সেখানে ২-১ গোলে হারাবে ফার্নান্দো সান্তোসের পর্তুগালকে। ডেনমার্ককে হারিয়ে শেষ হাসি ফুটবে ইংল্যান্ডের। ২-০ গোলে জিতবে ইংলিশরা। অন্য ম্যাচে বেনজেমা, এমবাপ্পেদের দাপটের ফ্রান্সের কাছে ২-০ গোলে হারবে যুক্তরাষ্ট্র।

সেমিফাইনাল

চার দলের পর্বে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স। অন্যদিকে জার্মানির মুখোমুখি ইংল্যান্ড। ইএসপিএন বলছে, এবার ব্রাজিল ২-১ গোলে হারিয়ে দেবে ফ্রান্সকে। অন্য ম্যাচে ইউরোর ফাইনালে খেলা ইংল্যান্ডের সঙ্গে তুমুল লড়াই শেষে ২-২ গোলে প্রথমে ড্র করবে জার্মানি। টাইব্রেকারে জিতবে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। অর্থাৎ ফাইনাল হবে ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যে

ফাইনাল

ইএসপিএনের মডেল জানাচ্ছে, ফাইনালে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা বেশ জমলেও গোলের দেখা সেভাবে পাবে না দুই দলই। টুর্নামেন্টে রক্ষণে সেরা দুই দল হবে।

তবে ফাইনালের চাপে হঠাৎ খেলায় বিচ্যুতি ঘটবে ইংল্যান্ডের। ওই এক মুহূর্তের সুযোগে ম্যাচটা নিজেদের করে নেবে সেলেকাওরা। ইএসপিএনের বিশ্লেষণ জানাচ্ছে, ম্যাচের ফল হবে—ব্রাজিল ১: ০ ইংল্যান্ড।

অর্থাৎ পেলের দেশ জিতবে বিশ্বকাপ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence