টাইগারদের সামনে আজ ইতিহাস গড়ার হাতছানি

দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ  © ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের সামনে। দেশটিতে প্রথম সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায়। এতে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা রয়েছে।

ফলে আজকের ম্যাচটি তাই অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে হবে তৃতীয় ওয়ানডে। খেলা শুরু হবে আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায় ৩৮ রানে। এটি ছিলো দক্ষিণ আফ্রিকায় টাইগারদের প্রথম জয়। তবে দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে হারিয়ে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।

আরো পড়ুন: সাকিবের মা, শাশুড়ি ও তিন সন্তান হাসপাতালে

সেঞ্চুরিয়ানের উইকেট ছিল সহায়ক হওয়ায় সিরিজ নির্ধারণী ম্যাচটি নিয়ে আশাবাদী অধিনায়ক তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার সুযোগ ছাড়তে রাজি নন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে হারের পরও দলে পরিবর্তনের সম্ভাবনা কম। আগের দুই ম্যাচের একাদশ নিয়েই নামবে বাংলাদেশ দল।


সর্বশেষ সংবাদ