বাংলাদেশি দর্শকের হাতে পাকিস্তানের পতাকা, মাশরাফির ক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ১০:১৮ AM , আপডেট: ২০ নভেম্বর ২০২১, ১০:৫৮ AM
খেলায় জয়-পরাজয় যাই হোক দর্শকের সমর্থন সবসময়ই চায় দলগুলো। কিন্তু নিজ দেশের খেলায় নিজ দেশেরই দর্শক যখন প্রতিপক্ষ দলের পতাকা নিয়ে স্টেডিয়ামে ওড়ায় তখন তো যে কারোরই কষ্ট লাগার কথা। কোটি বাঙালির মতো কষ্ট পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।
শুক্রবার (১৯ নভেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। খেলা চলাকালে মিরপুরের গ্যালারিতে পাকিস্তানি দর্শকদের পাশাপাশি কিছু বাংলাদেশি দর্শকদের হাতেও পাকিস্তানি পতাকা দেখা গেছে। এই দৃশ্য দেখেই ক্ষোভ জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
আরও পড়ুন: মিরপুরে এসেও জয়ের দেখা পেল না টাইগাররা
এ নিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক শুক্রবার ফেসবুকে লেখেন, খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না এটা ঠিক। কিন্তু খেলাটা যখন আমাদের দেশে, আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ উড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই দেশটা কিন্তু আপনার।
স্টাটাসে দর্শকদের সমর্থন চেয়ে মাশরাফি বলেন, আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না। হারি বা জিতি, স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক চিৎকার হোক বাংলাদেশ।