র‌্যাংকিংয়ে বড় লাফ, সেরা দশে মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান  © ফাইল ফটো

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান। ২০ ধাপ এগিয়ে বোলিং র‌্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমানও। 

আজ বুধবার দুপুরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল আসরে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স দেখিয়েছে মোস্তাফিজ। বাঁহাতি পেসারের কাটারে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা যেন দাঁড়াতেই পারেনি। তাকে খেলতেই পারেনি পারছিলেন না ম্যাথু ওয়েড, শন মার্শ, অ্যাস্টন টার্নাররা। তার দুর্বোধ্য কাটার ও ধ্রুপদী স্লোয়ার বারবার বিভ্রান্ত হয়েছে ব্যাটসম্যানরা।

৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। বোলিং করেছেন ১৭ ওভারে। খরচ করেছেন মাত্র ৬০ রান। তার বোলিং গড় ছিল ৮.৫৭, ইকোনমি ৩.৫২। পাঁচ ম্যাচ সিরিজে ১৭ ওভার অর্থ্যাৎ ১০২ বল করেছেন। যেখানে ৫৮ বলই ছিল ডট। বোলিং এতোটাই কার্যকরী ছিল যে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও বিশাল লাফ দিয়েছেন। ৩০ থেকে সোজা চলে এসেছেন দশম স্থানে। 

এছাড়া নাসুম আহমেদ ১০৩তম স্থান থেকে ৩৭ ধাপ এগিয়ে ৬৬তম স্থানে এসেছেন। এক ম্যাচ খেলার সুযোগ পাওয়া সাইফ উদ্দিন এগিয়েছেন ২৬ ধাপ। তার অবস্থান ৪৩তম স্থানে।


সর্বশেষ সংবাদ