কোন চাপ অনুভব করছি না: হামজা

 হামজা দেওয়ান চৌধুরী
হামজা দেওয়ান চৌধুরী  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে বুধবার (১৯ মার্চ) প্রথমবারের মতো অনুশীলন করবেন হামজা দেওয়ান চৌধুরী। ম্যানচেস্টার থেকে সিলেটের হবিগঞ্জ ঘুরে ঢাকায় এসেছেন তিনি। দলীয় অনুশীলনে যোগ দেবার আগে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানেই এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত ম্যাচ ঘিরে কোন চাপ অনুভব করছেন না তিনি।

হামজার ভাষ্যমতে, ‘আমি মনে করি, ফুটবলে যেকোনো কিছু হতে পারে। কোচ ম্যাচ ঘিরে ভালোভাবে প্রস্তুত হচ্ছেন। আমি কোন চাপ অনুভব করছি না। এখানে এসে আমি অনেক ভালোবাসা পাচ্ছি। আমি ম্যাচটা খেলতে চাই এবং যতটা সম্ভব দলকে সহায়তা করতে চাই।’

এদিকে আনুষ্ঠানিক অনুশীলন না করলেও খেলোয়াড় এবং কোচের কৌশল সম্পর্কে ধারণা পেয়েছেন বলে জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার ডিভিশনের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার।

হামজা বলেন, ‘আমি আলাদা করে কিছু প্রত্যাশা করছি না (বাংলাদেশের কাছে)। কোচের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে কথা হচ্ছে। তিনি আমাকে কৌশল সম্পর্কে জানিয়ে ভিডিও ক্লিপ পাঠিয়েছেন। আমি দলের ট্যাকটিক্যাল এবিলিটি দেখে খুবই বিস্মিত হয়েছি। দলটা আক্রমণাত্মক, আমি উচ্ছ্বসিত ও আশাবাদী যে দলে নতুন কিছু যোগ করতে পারবো।’

বাংলাদেশ দলে খেলা প্রসঙ্গে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলা সতীর্থ, কোচ ও বন্ধুরা অভিনন্দন জানাচ্ছেন বলেও উল্লেখ করেন হামজা। আঞ্চলিক বাংলায় তিনি বলেন, ‘ফ্রেন্ড, কোচের থেইকা মেসেজ পাইছি। তারা কনগ্র্যাচুলেট করতাছে। তারা পজিটিভ মেসেজ দিতাছে। আমার পরিবার খুব গর্বিত। হাজার মানুষ এসে আমারে দেখতাছে, কনগ্র্যাচুলেশন দিতাছে।’


সর্বশেষ সংবাদ