লিওনেল মেসির নতুন রেকর্ড: ৩৬টি দেশের মাটিতে গোল করার কীর্তি

লিওনেল মেসি
লিওনেল মেসি  © সংগৃহীত

লিওনেল মেসি, যিনি প্রায় প্রতি মৌসুমে নতুন রেকর্ড তৈরি করেন, এবার নিজের ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যোগ করেছেন। বৃহস্পতিবার রাতে জামাইকার মাটিতে ক্যাভালিয়ারের বিপক্ষে গোল করে ৩৬টি ভিন্ন দেশের মাটিতে গোল করার কীর্তি অর্জন করলেন তিনি।

মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে এই ৩৬টি দেশের মধ্যে তাঁর ক্লাব এবং জাতীয় দলের হয়ে করা সমস্ত গোল অন্তর্ভুক্ত রয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে স্পেন, যেখানে মেসি বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন এবং সেখানে ৫৪৯ গোল করেছেন, যা তাঁর মোট ৮৫৩ গোলের প্রায় ৬৫%।

দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে ইন্টার মিয়ামির হয়ে খেলে তিনি ৫৫ গোল করেছেন। ২০১৬ এবং ২০২৪ কোপা আমেরিকা শিরোপা জয়ে মেসির অবদান ছিল অপরিসীম।

মেসির মাতৃভূমি আর্জেন্টিনায় শুধুমাত্র জাতীয় দলের হয়ে তিনি ৩৫টি গোল করেছেন। যদিও দেশটির ক্লাব ফুটবলে কখনোই খেলেননি, তবুও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্ব ও ২০১১ কোপা আমেরিকায় নিজের জাত চেনানোর সুযোগ পেয়েছেন।

ফ্রান্সের পিএসজিতে দুই বছর খেললেও, তার গোলের ধারাবাহিকতা বজায় ছিল। সেখানে তিনি ৩৪ গোল করেছেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে মেসি জাতীয় দলের হয়ে একাধিক ম্যাচে গোল করেছেন। ব্রাজিলে ৯ গোল, ইংল্যান্ডে সমান সংখ্যক গোল করেছেন তিনি। ২০২২ বিশ্বকাপে কাতারে ৭ গোল করে ইতিহাস তৈরি করেছিলেন, যা তার মোট ৮ গোলের মধ্যে অন্যতম স্মরণীয়।

সর্বশেষ, জামাইকার বিপক্ষে গোল করার মাধ্যমে ৩৬তম দেশ হিসেবে মেসি তার গোলের তালিকায় যুক্ত করেছেন ক্যারিবীয় দ্বীপটি।

এই গোলের তালিকায় ডেনমার্ক, গ্রিস ও চীনের মতো দেশও রয়েছে, যেখানে মেসি একবার করে গোল করেছেন।

মেসির ক্যারিয়ার শেষের পথে চলে আসলেও, তার গোলের ক্ষুধা এখনও মেটেনি। নতুন দেশে নতুন মাইলফলক গড়ার যাত্রা থামবে না, এমনটাই মনে হয়। প্রশ্ন একটাই—এরপর কোন দেশে মেসির জাদু দেখা যাবে?


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence