স্টেডিয়ামে কেন ওড়েনি ভারতের পতাকা, জানাল পাকিস্তান

স্টেডিয়ামে নেই ভারতের পতাকা
স্টেডিয়ামে নেই ভারতের পতাকা  © সংগৃহীত

পাকিস্তানের তিনটি স্টেডিয়ামে সব দলের পতাকা উড়লেও ওড়ানো হয়নি ভারতের পতাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ভিডিও আসতেই সমালোচনার ঝড় উঠেছে। পাকিস্তানের মাটিতে কেন ওড়েনি রোহিত শর্মাদের পতাকা, সেই ব্যাখ্যা চেয়েছিল সংবাদ সংস্থা আইএএনএস।

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা এই গণমাধ্যমকে দিয়েছেন স্পষ্ট জবাব, ‘ভারত পাকিস্তানে খেলতে আসছে না। করাচির ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও গাদ্দাফি স্টেডিয়ামে তাই ভারতের পতাকা রাখা হয়নি।’

পিসিবির ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, যেই দেশগুলো পাকিস্তানের মাটিতে খেলবে, তাদের পতাকা রাখা হয়েছে। ঠিক একই কারণে বাংলাদেশের পতাকাও এখনো লাহোরে টানানো হয়নি। দুবাইয়ে ম্যাচ খেলে শান্তরা পাকিস্তানে পৌঁছালে, স্টেডিয়ামের ওপরে ওড়ানো হবে বাংলাদেশের পতাকা। ভারত হাইব্রিড মডেলে দুবাইতে খেলবে, তাই তাদের পতাকা পাকিস্তানের মাটিতে উড়বে না।

এর আগে সোমবার করাচি স্টেডিয়ামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দাবি করা হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া সাত দলের পতাকা স্টেডিয়ামের ওপরে উড়ছে। সেখানে ছিল না ভারতের পতাকা। এরপর সামনে আসে বাকি কয়েকটি স্টেডিয়ামের ভিডিও। লাহোর, করাচিসহ কয়েকটি স্টেডিয়ামে ছিল না ভারতের পতাকা।

ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর অনেকে প্রশ্ন তুলেছে, এটা কি নিয়মের পরিপন্থি? সাধারণত কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর পতাকা সেই মাঠে ওড়ানো হয়। তবে ভারতের পতাকা কেন ওড়ায়নি, সেই বিষয়ে অনেকে মতও দিয়েছে। কারও মতে, ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যেতে চায়নি, তাই পতাকা না ওড়ানোর সিদ্ধান্তও ভালো।

তবে এই ইস্যুতে এখনো আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ কথা বলেননি। ভারতের পক্ষ থেকেও দেখানো হয়নি কোনো প্রতিক্রিয়া। এ নিয়ে স্টেডিয়ামগুলোর কর্তৃপক্ষও কোনো কারণ জানায়নি।

আার এক দিন পরই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আট জাতির টুর্নামেন্টটি নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছিল। পাকিস্তানে গিয়ে খেলতে চায়নি ভারত, পাকিস্তান চেয়েছে সব দলকেই নিজের দেশে আনতে। তবে আইসিসিকে নিয়ে কয়েক দফা বৈঠক শেষে অবশেষে সমাধান হয় হাইব্রিড মডেলে।

ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাই। এমনকি রোহিত শর্মার দল ফাইনালে উঠলে, আয়োজক পাকিস্তানের মাটিতে না হয়ে দুবাইয়ে বসবে শিরোপা ফয়সালার মঞ্চ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence