বোলিং অ্যাকশনে উতরাতে পারেননি

সাকিব কি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবেন?

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © সংগৃহীত

দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ার অলরাউন্ডার সাকিব আল হাসানের। শত শত উইকেট, হাজার হাজার রানসহ নানা অর্জন আছে তার ক্যারিয়ারে। আর এসব অর্জন বাংলাদেশ ক্রিকেটকেও করেছে সমৃদ্ধ। কিন্তু এবার তার বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন। ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর তাই তিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবেন কিনা এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। 

এমন ই প্রশ্ন করা হয়েছিল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে। তিনি জানান, বোর্ড থেকে সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। বরং বোলিং পরীক্ষায় সাকিবের পাশ না করার কথা শুনে তিনি বেশ অবাকই হয়েছিলেন। 

তিনি বলেন,  সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং।

তবে সাকিবকে নিয়ে এখনও আশাহত হননি প্রধান নির্বাচক। তিনি বলেন, আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন কি না, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশন বৈধতার ছাড়পত্র পায়নি। এর আগে বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায়ও উতরাতে পারেননি তিনি। 

২০০৬ সাল থেকে তার ক্যারিয়ার শুরু। ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচের ক্যারিয়ারে মোট ৭১২ উইকেট সাকিবের। কিন্তু এই প্রথমবার ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ধারণা করা হচ্ছিল, আঙুলের পুরোনো চোটের কারণেই সাকিবের কোনো ডেলিভারির অ্যাকশনে গড়বড় হয়ে থাকতে পারে।

গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। ২০১১-১২ মৌসুমে ওরচেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন তিনি। এরপর এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ এক যুগ পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফেরেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence