চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে কি সাকিব-তামিম থাকছেন?

বাংলাদেশ ক্রিকেটের দুই বড় তারকা সাকিব আল  হাসান ও তামিম ইকবাল
বাংলাদেশ ক্রিকেটের দুই বড় তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল  © সংগৃহীত

কিছুদিন পরই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির বৈশ্বিক আসর। এজন্য ১২ জানুয়ারি দল ঘোষণার শেষ দিন। এর মধ্যেই আইসিসিতে পাঠাতে হবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের খেলোয়াড় তালিকা। তবে এই তালিকায় চাইলেই পরিবর্তন করা যাবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশের জন্য এবারের চ্যাম্পিয়নস ট্রফির দল মানেই দুটি প্রশ্নের উত্তর খোঁজা—সাকিব আল হাসানকে কি পাওয়া যাবে? তামিম ইকবাল কি খেলবেন?

তামিম ইকবাল অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন। খেলছেন বিপিএল। অন্যদিকে,  ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আলো ঝলমলে আসরেই নেই সাকিব। বরং একইসময়ে তিনি নাম লিখিয়েছেন বুড়োদের লিজেন্ডস লিগে। তবে বাংলাদেশ ক্রিকেটের দুই বড় তারকা আছেন খেলার মধ্যেই।

জানা গেছে, চলতি মাসের ১২ তারিখের মধ্যে ১৫ সদস্যের দল আইসিসির কাছে জমা দিবেন বিসিবির নির্বাচকরা। সেখানে সাকিব এবং তামিম ইকবালকে দেখা যাবে কি না তা নিয়ে ক্রিকেটপাড়ায় আছে নানা গুঞ্জন। তবে এক নির্বাচক জানিয়েছেন, নিদিষ্ট করে তারিখ এখনো নিশ্চিত নয় কবে জমা দিবেন।

নাম প্রকাশ না করে একজন নির্বাচক জানালেন, বোর্ডের তরফ থেকে এখনো নিদিষ্ট করে কিছু জানানো হয়নি৷ সবকিছু নিশ্চিত হয়েই পাঠানো হবে দল। যদিও দল জমা দেওয়ার পর নিদিষ্ট কিছুদিন সময় থাকে পরিবর্তন করার। 

শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে সাকিব আল হাসান ও তামিম ইকবালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সিনিয়র এই দুই ক্রিকেটার বাংলাদেশ দলের সর্বশেষ সিরিজে না থাকলেও বিসিবি সভাপতির মতে, এখনো সুযোগ আছে তাদের।

নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিয়ে ফারুক আহমেদ বলেন, ‘যদি কোনো ক্রিকেটার রিটায়ার না করে থাকে আর যদি নির্বাচকরা মনে করেন তাকে দরকার, তাহলে নির্বাচক কমিটিকে তাদের (খেলোয়াড়) সঙ্গে আলাপ করা দরকার। আমি তো একটা কথা বলে দিলাম যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে, অবশ্যই সে দল নির্বাচনের জন্য অ্যাভেইলেবল।’

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান বাংলাদেশে এসে লাল-সবুজ জার্সিতে আর খেলতে পারেননি। সেক্ষেত্রে অনেকেই সাকিবের ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন। বিসিবি সভাপতি সাকিব ইস্যুতে বললেন, ‘সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএল খেলবে কি না সেটাও সেই জানাবে।’

অন্যদিকে তামিম ইকবাল সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টির মাধ্যমে ৭ মাস পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেছেন। এখন খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। রানের মধ্যেই আছেন এই ওপেনার।

ছন্দে থাকা তামিমের জাতীয় দলে সামনে ফেরার সুযোগ আছে কি না, এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘তামিমের ব্যাপারে বলব, নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয়, তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের ওপর। আমি আগেও বলেছি যে, কেউ অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই এভেইলেবল।’  

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টটি। যদিও ভারত এবং পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েনের কারণে টুর্নামেন্টের ভেন্যু জটিলতা ছিল। হাইব্রিড মডেলে হলেও সেই জটিলতা খানিকটা কমেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আলোর মুখ দেখতে যাচ্ছে। ওয়ানডে ফরম্যাটে হবে টুর্নামেন্ট।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence