বিপিএলে শৃঙ্খলা ভেঙে দলের বাইরে সাব্বির
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫০ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে একসময়ের জাতীয় দলের মারকুটে ব্যাটার সাব্বির রহমানকে। কিন্তু ঢাকা তিনটি ম্যাচ খেলে ফেললেও একাদশে জায়গা হয়নি তার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা দেখা গেছে।
জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের জন্যই দলের বাইরে সাব্বির। বছরের প্রথম দিন ঢাকার অনুশীলন ছিল। কিন্তু কাউকে কিছু না জানিয়ে অনুশীলনে ফাঁকি দেন সাব্বির। যে কারণে তাকে খুলনা টাইগার্সের বিপক্ষে রাখা হয়নি।
বিষয়টি খোলাসা করেছেন দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘১ জানুয়ারি অনুশীলনে সে অনুপস্থিত ছিল। ম্যানেজার বা কোচ কাউকে না জানিয়েই অনুশীলনে আসেনি। এটি পুরোপুরি শৃঙ্খলাজনিত আচরণ। আমরা চাই, সিনিয়র ক্রিকেটার হিসেবে সে সঠিক বার্তা দিক।’
যদিও সুজন জানিয়েছেন, নিজের ভুল বুঝতে পেরেছেন সাব্বির, ‘ভুলটি সে বুঝতে পেরেছে। আমার বিশ্বাস, আগামী ম্যাচগুলোতে সে নিজের সেরাটা দেবে এবং সিনিয়র ক্রিকেটারের মতো আচরণ করবে। আমাদের মিডল অর্ডারে তার অভিজ্ঞতা খুব প্রয়োজন।’
উল্লেখ্য, সাব্বির রহমানের বিরুদ্ধে আগেও একাধিকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এ ছাড়াও জড়িয়েছিলেন নানা বিতর্কে। যার ফলে জাতীয় দলে বেশিদিন স্থায়ী হননি তিনি।