কোহলিকে ‘জোকার’ বলল অস্ট্রেলিয়ার গণমাধ্যম, ভারতে প্রতিবাদের ঝড়

বিরাট কোহলির ‘ধাক্কাকাণ্ড’ নিয়ে সমালোচনার যেন শেষ নেই
বিরাট কোহলির ‘ধাক্কাকাণ্ড’ নিয়ে সমালোচনার যেন শেষ নেই  © সংগৃহীত

ভারতের ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলিকে নিয়ে আলোচনা-সমালোচনা ও বিতর্ক চলছেই। চলমান মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল বিরাট এবং স্যাম কনস্টাসের সংঘর্ষকে কেন্দ্র করে। দশম ওভারের পর অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটারকে কাঁধ দিয়ে ইচ্ছাকৃত ধাক্কা মারার অভিযোগ উঠেছিল কোহলির বিরুদ্ধে। ঘটনার জেরে শাস্তি পেয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে সমালোচনা থেকে যেন মুক্তি নেই তার।

বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা ও  বিতর্ক জিইয়ে রেখেছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম। কোহলিকে জোকার বানিয়ে ব্যঙ্গচিত্র ছাপিয়েছে তারা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রকাশিত অস্ট্রেলিয়ান পত্রিকা ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানের’ পেছনের পাতায় একটি কার্টুন ছাপা হয়। যেখানে কোহলিকে ভাঁড় বা জোকার বানানো হয়েছে। শিরোনামে বলা হয়েছে ‘ভাঁড় কোহলি’।

ব্যঙ্গচিত্রে দেখা যায়, বিরাট কোহলির নাকের ওপর লাল রঙের বল আঁকা হয়েছে, যে সাজে সার্কাসে জোকাররা অভিনয় করে থাকে। শিরোনাম দেওয়া হয়েছে, ‘ভাঁড় কোহলি।’ সেই শিরোনামের নিচে ছোট করে লিখেছে, ‘স্বপ্নের মতো টেস্ট অভিষেক হওয়া এক তরুণ ক্রিকেটারকে বাজেভাবে ধাক্কা দিয়ে ক্রীড়া চেতনা কম এক ভারতীয় ভীষণ সমালোচিত।’ 

সামাজিক মাধ্যমে ‘ভাঁড় কোহলি’ ছবি রীতিমতো ভাইরাল। ওই কার্টুনের প্রতিবাদ জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। প্রতিবাদ জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। কোহলির সমর্থকরাও নানা মন্তব্য করেছেন। সব মিলিয়ে ভারতে প্রতিবাদের ঝড় উঠেছে যেন।

ভারতের সাবেক ক্রিকটোর ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার অস্ট্রেলিয়ান গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন। তার দাবি, অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো কোহলিকে নিয়ে ব্যবসা করেন। আবার তাকেই জোকার বানায়।

স্টার স্পোর্টসকে দেওয়ার এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘সিরিজ শুরুর আগে অজি মিডিয়া কামিন্সের সঙ্গে কোহলির ছবি ব্যবহার করে তাদের প্রচার চালাচ্ছিল। কোহলি ভারতের ক্যাপ্টেন নয়। ক্যাপ্টেন হল রোহিত। এটা অনুচিত। তবে ওরা এভাবেই নিজেদের স্বার্থ সিদ্ধি করে। সিরিজ শুরুর আগে কোহলিকে রাজা বলে মনে হয় তাদের। এখন সেই কোহলিকেই জোকার বলে অপমান করছে।’

সাবেক ক্রিকেটার ইরফান পাঠান স্টার স্পোর্টসকে বলেন, ‘অস্ট্রেলিয়া অতীতে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাদের দিকে বল ছুঁড়ে মারা, কটু কথা বলা, ধাক্কা মারা এগুলো ঘটেছে।’

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন টেস্টে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের শাসিয়ে রান তুলে সফরকারীদের চক্ষুশূলে পরিণত হন অসি ওপেনার কনস্টাস। এরপর ইনিংসের ১০ ওভারের খেলা শেষ হলেও কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন কোহলি।

কোহলি এই উগ্র আচরণের জন্য তাকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করে আইসিসি। সঙ্গে তার ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।

৩৬ বছর বয়সী ভারতীয় ক্রিকেটারের শাস্তি নিশ্চিত করে আইসিসি বিবৃতিতে বলে ‘কোহলি আইসিসির আচরণবিধির ২.১২ ধারা ভঙ্গ করেছেন; যা একজন প্লেয়ার, সহকারী স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সাথে দৃষ্টিকটু শারীরিক সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence