রাতে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা

ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা
ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা  © সংগৃহীত

ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার নাম শুনলেই বিশ্বজুড়ে উত্তেজনা ছড়ায়। তবে এই দুই দেশ ক্রিকেটে তুলনামূলকভাবে অনেক পিছিয়ে। বিশ্বকাপে জায়গা করে নিতে না পারলেও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ-আঞ্চলিক বাছাই পর্বে নিয়মিত অংশ নেয় এই দুই দল।  

বুধবার (১১ ডিসেম্বর) আমেরিকা অঞ্চল থেকে উপ-আঞ্চলিক বাছাই পর্বে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে আর্জেন্টিনা মুখোমুখি হবে সুরিনামের। এটি হবে তাদের পঞ্চম ম্যাচ। অন্যদিকে, একই সময়ে ব্রাজিল চতুর্থ ম্যাচে লড়বে বারমুডার বিপক্ষে।  

বাছাই পর্বে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ২টিতে জয় পেয়েছে এবং ১টিতে হারতে হয়েছে। আরেকটি ম্যাচ বাতিল হওয়ায় তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। টেবিলে তারা তৃতীয় অবস্থানে রয়েছে।  

অপরদিকে, ব্রাজিল ৩টি ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে। ২টি ম্যাচে হারের কারণে ২ পয়েন্ট নিয়ে ৯ দলের মধ্যে তারা আছে সপ্তম স্থানে।

এদিকে এই খেলা সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। তবে বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জন্য আছে সুখবর। Sportzfy অ্যাপ নামিয়ে মোবাইলে লাইভ খেলা দেখতে পারবেন।

ক্রিকেটে নিজেদের শক্তি প্রমাণে ব্রাজিল ও আর্জেন্টিনার আজকের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। ফুটবলের মতোই কি তারা ক্রিকেটেও প্রতিদ্বন্দ্বিতার রং ছড়াতে পারবে, সেটিই দেখার অপেক্ষা।


সর্বশেষ সংবাদ