আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার এখন পন্ত

সতীর্থ ঋষভ পন্ত
সতীর্থ ঋষভ পন্ত  © সংগৃহীত

শ্রেয়াস আইয়ারের রেকর্ড ভেঙ্গে এবার আইপিএল ইতিহাসে নতুন ইতিহাস গড়লেন সতীর্থ ঋষভ পন্ত । তাকে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ মূল্য পাওয়া ক্রিকেটার এখন তিনি। 

এর আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র লড়াইয়ে ব্যাটার শ্রেয়াসকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় পাঞ্জাব কিংস। শ্রেয়াস ভেঙেছিলেন আগেরবারের নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হওয়া মিচেল স্টার্কের রেকর্ড।

এই মৌসুমে লখনউ ও পাঞ্জাব দুই দলেরই নতুন অধিনায়কের প্রয়োজন ছিল। তাই সম্ভাব্য হিসেবে এই দায়িত্বে দেখা যাবে পান্ত ও ও আইয়ারকে। তারা দুজনেই ২০২৪ সালের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া মিচেল স্টার্কের ২৪.৭৫ কোটি রুপির রেকর্ড ভেঙেছেন। অজি পেসারকে এই দাম দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। 

আজ রবিবার সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই দিনব্যাপী মেগা নিলামে ৫৭৭ জন ক্রিকেটার নাম উঠবে। তবে আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

আজকের মেগা নিলামে প্রথমেই তোলা হয় ভারতীয় পেসার আর্শদীপ সিংকে। ১৮ কোটি রুপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব।


সর্বশেষ সংবাদ