পাক পেসারদের তোপে তছনছ অজিরা, পাকিস্তানের দাপুটে জয়
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:১৫ PM
পাক পেসারদের তোপে স্বাগতিক অজিদের ব্যাটিং লাইনআপ তছনছ হয়ে যায়, অস্ট্রেলিয়ার ইনিংস যায় দুইশোরও আগে। সহজ লক্ষ্য তাড়ায় দাপুটে জয় পেল পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান ম্যাচটা জিতল ১৪১ বল আর ৯ উইকেট হাতে রেখে দিয়ে। দাপট দেখানো যে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতাও এনেছে মোহম্মদ রিজওয়ানের দল।
শুক্রবার (৮ নভেম্বর) অ্যাডিলেড ওভালে টস জিতে আগে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সফরকারী পেসারদের তোপে মাত্র ১৬৩ রানেই থেমে যায় প্যাট কামিন্সদের ইনিংস। জবাবে মাত্র ১ উইকেট হারিয়েই ২৬ দশমিক ৩ ওভারে জয় নিশ্চিত করে পাকিস্তান।
সহজ লক্ষ্য তাড়ায় নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন সাইম আইয়ুব-আব্দুল্লাহ শফিকরা। অলরাউন্ড নৈপুণ্যে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ১৪১ বল হাতে রেখেই ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা এনেছে মোহাম্মদ রিজওয়ানরা। পার্থের তৃতীয় ম্যাচ এখন সিরিজ নির্ধারণী।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩৫ ওভারে ১৬৩ (স্মিথ ৩৫, শর্ট ১৯, জাম্পা ১৮, ইংলিস ১৮; রউফ ৫/২৯, আফ্রিদি ৩/২৬)।
পাকিস্তান: ২৬.৩ ওভারে ১৬৯/১ (সাইম ৮২, শফিক ৬৪*, বাবর ১৫*; জাম্পা ১/৪৪)।
ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: হারিস রউফ।