নাহিদ রানা সম্পর্কে  যা বললেন প্রধান কোচ ফিল সিমন্স

ফিল সিমন্স
ফিল সিমন্স  © সংগৃহীত

বাংলাদেশের দ্রুতগতির পেস বোলার নাহিদ রানা। ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড আছে তার। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। তরুণ এই পেসারের গতিতে মুগ্ধ বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও।

পাকিস্তান সিরিজ থেকেই পাদপ্রদীপের আলোয় নাহিদ। দুই ম্যাচের সেই সিরিজে ৬ উইকেট  পেয়েছিলেন তিনি। পাশাপাশি নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে রাওয়ালপিন্ডির পিচ থেকে বাউন্স আদায় করেছিলেন তিনি। ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বারংবার বল করে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের খাবি খাইয়েছিলেন নাহিদ। সেই সিরিজে সিমন্স বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে না থাকলেও এই তরুণ পেসারের বোলিং দেখে আসছিলেন। চট্টগ্রামে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে যখন সিমন্স আসেন, তখন উঠে এসেছে নাহিদের প্রসঙ্গ। বাংলাদেশের কোচ বলেন, ‘তাকে পাকিস্তানেই দেখেছি। মুগ্ধ আমি। ১৪০-১৪৫ কিনে পাওয়া যায় না। তাই এটি প্রশংসনীয় এবং এখন আমাদের তাকে নিয়ে এমনভাবে কাজ করতে হবে যাতে সে দ্রুত গতিতে এবং সঠিক জায়গায় বোলিং করতে পারে।’ 

চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটের সুবিধা দক্ষিণ আফ্রিকা প্রথম দিনে কাজে লাগিয়েছে দারুণভাবে। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে  ২ উইকেটে ৩০৭ রানে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। দুটি উইকেটই পেয়েছেন তাইজুল ইসলাম। নাহিদ কোনো উইকেট না পেলেও তার আজকের বোলিং দেখে মুগ্ধ সিমন্স। প্রথম দিন দক্ষিণ আফ্রিকা যেখানে ৩.৭৬ রানরেটে ব্যাটিং করেছেন, সেখানে ২.৬১ ইকোনমিতে বোলিং করেছেন নাহিদ। বাংলাদেশের বোলারদের মধ্যে তার ইকোনমিই সর্বনিম্ন।  

ইকোনমিই নয়, নাহিদ গতির ঝড়ও তুলেছেন আজ প্রোটিয়াদের বিপক্ষে। যার মধ্যে ৩৩তম ওভারের পঞ্চম বলে ঘণ্টায় ১৪৭.৭ কিলোমিটার গতিতে নাহিদ বোলিং করেছেন স্তাবসের বিপক্ষে। পরবর্তীতে ৩৫তম ওভারে নাহিদ যে মেডেন দিয়েছেন, সেই ওভারে ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলিং নাহিদ করেন তিন বার। ২২ বছর বয়সী এই তরুণ পেসারকে প্রশংসায় ভাসিয়ে সিমন্স বলেন, ‘আমি মনে করি সে দ্বিতীয় স্পেলে সেটা করে দেখিয়েছে। আমি এতে মুগ্ধ। আমি সবসময় পেসারদের প্রতি আগ্রহী।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence