আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী ওয়েড

ম্যাথিউ ওয়েড
ম্যাথিউ ওয়েড  © সংগহীত

বিশ্বকাপজয়ী অজি তারকা ম্যাথিউ ওয়েড ব্যাট হাতে যেমন ছিলেন বিধ্বংসী, উইকেটের পেছনে তেমন ছিলেন ক্ষিপ্র। টি-টোয়েন্টি ক্রিকেটে তার ফিনিশিংটাও ছিল দারুণ স্মার্ট। সর্ব শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ওয়েড। শেষ পর্যন্ত বিদায় বলে দিলেন এই অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক-ব্যাটার।  

আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে যোগ দিয়েছেন ৩৬ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে কাজ করবেন ওয়েড। এর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও কোচিং স্টাফে থাকবেন তিনি অনানুষ্ঠানিক ভূমিকায়। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী সোমবার, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৪ নভেম্বর।

অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ারে নানা অর্জন আছে ম্যাথু ওয়েডের। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে পুরো বিশ্বেই সমীহ আদায় করেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৩৬টি টেস্টে চার সেঞ্চুরিতে ১ হাজার ৬১৩ রান করেছেন ওয়েড। ওয়ানডে খেলেছেন ৯৭টি। যেখানে  ২৬.২৯ গড়ে একটি সেঞ্চুরিতে করেছেন ১ হাজার ৮৬৭ রান। আর ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১ হাজার ২০২ রান করেছেন ১৩৪.১৫ স্ট্রাইক রেটে।


সর্বশেষ সংবাদ