কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ গ্রুপ সেরা উরুগুয়ে, নেই ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস জুনিয়র
ভিনিসিয়ুস জুনিয়র  © সংগৃহীত

কয়েক বছর ধরেই ব্রাজিলের খেলার ধরন বদলেছে। সেই সঙ্গে সাফল্যও কমেছে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে আজ মাঠে নেমেছিল ব্রাজিল। এবার তাদের প্রতিপক্ষ ২৫ ম্যাচ অপরাজিত থাকা শক্তিশালী কলম্বিয়া। ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছে দুদল। ড্র করলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে সেলেসাওরা। তবে পুরো ম্যাচে ব্রাজিলের খেলোয়াড়দের এলেমেলো ফুটবলে হতাশ হয়েছেন ভক্তরা। কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে গ্রুপের সেরা দল উরুগুয়ে। 

বুধবার (৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় ম্যাচটি। এই ম্যাচে ব্রাজিলকে নাচিয়ে ছেড়েছে কলম্বিয়া। কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখে সেলেসাওরা। বল দখল কিংবা শট, সবদিকেই এগিয়ে ছিল তারা। ভালো ফুটবল খেলে উল্টো ব্রাজিলকেই চাপে রাখে কলম্বিয়া। তার ফলও পেয়েছে দলটি।

শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছেন ভিনিসিয়ুস, রদ্রিগোরা। কলম্বিয়ার (৭ পয়েন্ট) পেছনে গ্রুপে দ্বিতীয় হয়েই (৫ পয়েন্ট) কোয়ার্টার ফাইনালে উঠেছে। কলম্বিয়ার বিপক্ষে জিততে পারলে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামার মুখোমুখি হতো ব্রাজিল। 

তবে সেটি না হওয়ায় কঠিন প্রতিপক্ষ উরুগুয়ের বিপক্ষেই লড়তে হবে ভিনিসিয়ুস জুনিয়রদের। মার্সেলো বিয়েলসার অধীনে যে দলটি এবারের আসরের অন্যতম ফেবারিট। ফেডে ভালভার্দে, রোনাল্ড আরাউহো কিংবা ডারউইন নুনিয়েজদের সামনে এবার আরেক পরীক্ষা দিতে হবে সেলেসাওদের।

তবে জয় না পাওয়া নিয়ে ব্রাজিলের আক্ষেপ করার জায়গাই খুব বেশি নেই। ম্যাচে যে কলম্বিয়াই বেশি সুযোগ তৈরি করেছে। ব্রাজিলকে যে শেষ পর্যন্ত হারতে হয়নি, এতেই আপাতত স্বস্তি খুঁজবেন সেলেসাওরা।

এদিকে, টানা দুই ম্যাচ হলুদ কার্ড হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান নাম্বার সেভেন ভিনিসিয়ুস জুনিয়র। আজ ম্যাচের ৭ মিনিটে বাজে ফাউলের জন্য হলুদকার্ড দেখেন ভিনি। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ৮৩ মিনিটে হলুদকার্ড দেখেছিলেন তিনি। কোপার নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই রিয়াল মাদ্রিদের এই তারকাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ দোরিভাল জুনিয়রকে। 


সর্বশেষ সংবাদ