আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © সংগৃহীত

সাকিব আল হাসান ২০০৭ সাল থেকে যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে, সবগুলোতেই খেলেছেন। এবার নবম বিশ্বকাপে খেলতে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার। এখানেই শেষ করতে চান না তিনি। আরও একটি বিশ্বকাপে অংশ নেওয়ার আশা দেশের সেরা এই ক্রিকেটারের।

বিসিবির প্রচারিত এক ভিডিওতে তিনি বলেছেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।'

বাঁহাতি স্পিনার আশা করছেন আরও একটি বিশ্বকাপে খেলার, ‘সম্ভবত সবগুলোতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা মাত্র দুজন খেলোয়াড় আমি এবং রোহিত শর্মাই। আশা করবো আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করতে পারে।’

আগের আটটি বিশ্বকাপের সবকটিতে অংশ নিয়েছেন সাকিব। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। ১৮.৬৩ গড় ও ৬.৭৮ ইকোনমিতে ৩৬ ম্যাচে তার শিকার ৪৭ উইকেট। আর মাত্র তিনটি উইকেট পেলেই ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০ ওভারের বিশ্ব আসরে উইকেটের 'ফিফটি' হবে তার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence