১০ বছরের অপেক্ষা ঘুচিয়ে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা কত টাকা পেলো
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৭ মে ২০২৪, ১২:০৪ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
এবারের আসরের রানবন্যা বইয়ে দেওয়া সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে ব্যাট হাতে যারা একের পর এক ইতিহাস গড়েছে সেই সানরাইজার্স হায়দরাবাদ টুর্নামেন্টের শেষ ম্যাচে উপহার দিয়েছে চরম হতাশার। ২০১২ ও সবশেষ ২০১৪ সালে ট্রফি নিয়েছিল কলকাতা। ১০ বছরের অপেক্ষা ঘুচিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হলো লিগ পর্বে শীর্ষে থাকা শাহরুখ খানের দল।
রোববার (২৬ মে) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের।
আগে ব্যাট করতে নেমে কলকাতার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি হায়দরাবাদের ব্যাটাররা, মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় দলটি। যা আইপিএল ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন রানের স্কোর। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে অভিষেক শর্মাকে ফেরান মিচেল স্টার্ক। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ট্রাভিস হেডকে রানের খাতাই খুলতে দেননি বৈভব অরোরা। রাহুল ত্রিপাতি ম্যাচ ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। ১৩ বল খেললেও ৯ রান করে স্টার্কের দ্বিতীয় শিকার হন তিনি।
এরপর ধৈর্য ধরে হায়দরাবাদকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন এইডেন মার্করাম ও নিতিশ কুমার রেডি। ১০ বলে ১৩ রান নিতেই নিতিশের উইকেট নেন হার্ষিত রানা। ফলে ভেঙে যায় কষ্টার্জিত ২৬ রানের ছোট জু্টি। রাসেল একাই নেন তিনটি উইকেট। বাকিদের মাঝে দু’টি করে উইকেট নিয়েছেন স্টার্ক ও হার্শিত।
ফাইনালে হায়দরাবাদের দেওয়া ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী কলকাতাকে খেলতে হলো মোটে ১০.৩ ওভার। ভেঙ্কেটশ আইয়ারের আগ্রাসী ফিফটি আর রহমানউল্লাহ গুরবাজের সময়োপযোগী ইনিংসে সহজেই লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় চন্দ্রকান্ত পন্ডিতের শিষ্যরা। গুরবাজ দলীয় ১০২ রানে আউট হলেও দলকে ঠিকই জয়ের কাছে রেখে এসেছেন তিনি। দ্বিতীয় উইকেটে ভেঙ্কেটশের সঙ্গে তার ৯১ রানের জুটি নিশ্চিত করেছে কলকাতার জয়। ৫৭ বল হাতে রেখেই নিজেদের তৃতীয় শিরোপা উল্লাসে মাতে কলকাতা।
আইপিএলে পুরস্কার জিতে কে কত টাকা পেল
আইপিএলে মোট ৪৬.৫ কোটি টাকার পুরস্কার রাখা হয়েছে; যা বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়। শুধু চ্যাম্পিয়ন বা রানার্স দল নয়, একইসঙ্গে ব্যক্তিগত একাধিক বিভাগেও থাকছে পুরস্কার। চ্যাম্পিয়ন দল হিসেবে কলকাতা পাবে ২০ কোটি টাকা। আর রানার্সআপ হায়দরাবাদ পাবে ১৩ কোটি টাকা।
আইপিএলের পুরো মৌসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানকে অরেঞ্জ ক্যাপ পুরস্কার দেওয়া হয়। অরেঞ্জ ক্যাপ বিজয়ীকে দেওয়া হবে ১৫ লাখ টাকা। আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে যান পার্পল ক্যাপ। এবার পুরস্কার হিসেবে দেওয়া হবে ১৫ লাখ টাকা। উদীয়মান খেলোয়াড় ২০ লাখ টাকা পুরস্কার পাবেন।