একদিন আগে নিয়েছেন ৩ উইকেট, পরের দিন এলো মৃত্যুর খবর

ক্রিকেটার জোশ বেকার
ক্রিকেটার জোশ বেকার  © হিন্দুস্তান টাইমস

একদিন আগে ক্রিকেট খেলার মাঠে উইকেট নিয়েছিলেন। হঠাৎ করেই মারা গেলেন সেই ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ড ক্রিকেটে। মারা গেলেন ২০ বছর বয়সী ক্রিকেটার জোশ বেকার। তার একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তিনি একদিন আগে দলের হয়ে তিনটি উইকেট শিকার করেছিলেন। তার মৃত্যুতে ইংলিশ ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে।

জোশ বেকারের মৃত্যুর খবর দিয়েছে দেশটির ওরচেস্টারশায়ার ক্রিকেট ক্লাব। মিডিয়া রিলিজ অনুসারে, ২০ বছর বয়সী এ খেলোয়াড় আর পৃথিবীতে নেই। তবে ক্লাবটি বেকারের মৃত্যুর কারণ জানায়নি। বেকারের জন্মদিন ছিল দু’সপ্তাহ পরে। তিনি ২০০৩ সালের ১৬ মে ওরচেস্টারশায়ারে জন্মগ্রহণ করেন। তবে জন্মদিনের আগেই ক্রিকেট দুনিয়াকে শোকের ছায়ায় ডুবিয়ে দিল তার মৃত্যুর খবর।

আরো পড়ুন: সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে দিলেন জিম্বাবুয়ে অধিনায়ক

ওরচেস্টারশায়ার দলের স্পিনার ছিলেন জোশ বেকার। এ বাঁহাতি স্পিনার ২০২১ সালে ১৭ বছর বয়সে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তিনি ২২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছেন। ২৫টি সাদা বলের ম্যাচে নিয়েছেন ২৭ উইকেট। খবর: হিন্দুস্তান টাইমস।


সর্বশেষ সংবাদ